মাত্র ছয় মাস বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হারান চোখের দৃষ্টিশক্তি। পাড়া প্রতিবেশী আর আত্মীয়-স্বজনদের অবহেলা থাকলেও পাশ থেকে সরে দাঁড়াননি মা-বাবা। তাদের সাহস আর নিজের অদম্য অধ্যবসায়ে সফলতার সাথে এসএসসি ও এইচএসসির গন্ডি পেরিয়ে এখন তিনি স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র। রয়েছে নানা প্রতিভা। প্রতিবন্ধীরা যে থেমে থাকার নয়, তা প্রমাণ করেছেন। লক্ষ্য এখন স্নাতক শেষে যোগ্যতা অনুযায়ী একটি চাকরি, দাঁড়াতে চান বাবা-মায়ের পাশে।<br />বিস্তারিত- https://www.jagonews24.com/campus/news/543796 <br />#jagonews24<br />#campus<br />#news